Showing posts with label ABOUT. Show all posts
Showing posts with label ABOUT. Show all posts

More About EBangla Schools




e-bangla school একটি ব্যাক্তিগত উদ্যোগ। বাংলা ভাষা এই একবিংশ শতকে প্রায় হারিয়ে যেতে বসেছে। বাংলা ও ইংরাজি মাধ্যমের ছাত্র ছাত্রী দের কাছে এই ভাষা অভেদ্য প্রাচীর। তাই তাদের কাছে সহজে পৌঁছানর মাধ্যম এই প্লাটফর্ম। বাংলা সাহিত্যর একাধিক বিষয়কে সুসংহত এবং সুসমন্বিত ভাবে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে মাত্র।
e-bangla school একটি ডিজিটাল পদক্ষেপ। e-bangla school আপামর সকল বাঙ্গালির। এটি মূলত বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল,স্মার্ট-ফোন ইত্যাদিকে ইতিবাচক এবং গঠনমূলক ভাবে ব্যবহার করতে অনুপ্রাণিত করবে। বাংলা ও ইংরাজি মাধ্যমের সকল ছাত্রছাত্রী দের বাংলা সাহিত্যে উৎসাহী করাই আমাদের লক্ষ্য। অডিও-ভিডিও-ছবির মাধ্যমে বাংলা সাহিত্য কে সকলের কাছে উপস্থাপন করবার চেষ্টা করছি প্রতিনিয়ত। e-bangla school প্রাথমিক ভাবে WBBSE র ছাত্রছাত্রী দের জন্য কাজ করছে। আশা রাখি CBSE / ICSE র ছাত্র ছাত্রী দের জন্য কাজ করতে পারব।
e-bangla school র পক্ষ থেকে আমি প্রনয় সর্বজ্ঞ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলের সহযোগিতা ,উৎসাহ , এবং পরামর্শ কামনা করছি । আসুন আমি আপনি সকলে মিলে বাংলা ভাষা ও সাহিত্য কে বিশ্বের দরবারে পৌঁছে দিই।