Showing posts with label CLASS 12 POEM. Show all posts
Showing posts with label CLASS 12 POEM. Show all posts

উচ্চ মাধ্যমিক - ২০১৯ বাংলা প্রশ্নপত্র সম্ভাব্য (BENGALI QUESTION PAPER)


উচ্চ মাধ্যমিক - ২০১৯
বাংলা প্রশ্নপত্র (সম্ভাব্য)  
গল্প:
  আমি কি তা দেখতে পাচ্ছিসনে-গল্প অবলম্বনে বুড়ির বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর
  দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে - কারণ আলোচনা কর
  শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল- ধর্মান্ধতার পরিবর্তে এক অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এই গল্পের সুর; আলোচনা কর
  দর়দের চেয়ে ছোঁয়াচে  কিছুই নেই এই জগতে - কোন প্রসঙ্গ? মন্তব্যের কারণ আলোচনা কর
  খেতে পাইনি বাবা আমায় খেতে দাও- গল্পে  তৎকালীন সমাজের বাস্তবতার যে চিত্র অঙ্কন করা হয়েছে তা আলোচনা কর
  মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় - বাড়ির অবস্থা শোচনীয় কেন?
  নিখিল ভেবেছিল বন্ধুকে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না-  কোন প্রসঙ্গে ভাবনা ? এই ভাবনায় নিখিলের চরিত্রে কোন দিকে উঠে আসে?
  সেই বাদা টা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে -বাদা কি?  তা বড় বাড়িতে অচল হয়ে যায় কেন?
  তার চোখ এখন বাদার  কামটের মতো হিংস্র - কে কার প্রতি এরূপ আচরণ করেছিল কারণ আলোচনা কর

কবিতা:
রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ - প্রসঙ্গ বিচার কর
জানিলাম জগৎ স্বপ্ন নয়-  তাৎপর্য ব্যাখ্যা কর
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে-  কিভাবে দেনা শোধ করা যাবে আলোচনা কর
আমার ক্লান্তির ওপড়ে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ - কবির এমন ইচ্ছার কারণ কি
ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরেফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো - নগর জীবনের যে চিত্র প্রকাশিত হয়েছে আলোচ্য কবিতায় তা আলোচনা কর
সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে, দেবদারুর দীর্ঘ রহস্য  -  মন্তব্য ব্যাখ্যা কর প্রসঙ্গে কবির মনোভাব আলোচনা কর
কেনো তাবে লেখা , কেন তবে গান গাওয়া , কিসের মূল্যবোধ - প্রসঙ্গ বিচার কর
আমি কি তাকাব আকাশের দিকে বিধির বিচার চেয়ে- কবির এমন মন্তব্যের কারণ কি
ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে  কি করা উচিত বলে মনে হয়


নাটক:
এই ঘরের মধ্যে জীবন কি উপলব্ধি করা যাবে না হাসিও পাবেনা- নাটক অনুসরণে তাৎপর্য বিচার করো
না জীবনের কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই- বক্তা কে?  এমন মন্তব্যের কারণ কি?
এবার নিশ্চয়ই তোকে খুব হাসি পাবে উক্তিটির মধ্য দিয়ে নাট্যকার কি বুঝিয়েছেন আলোচনা কর।
বিভাব নাটকের নাট্য ভাবনা এবং অভিনবত্ব দিকটি আলোচনা কর
ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার- নানা রঙের দিন নাটকটির শেষ অংশটির তাৎপর্য আলোচনা কর
নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চরিত্রটি আলোচনা কর

ভারতীয় গল্প কবিতা:
পাঞ্জা সাহেবের পৌঁছে আশ্চর্য ঘটনার কথা জানতে পারি- আশ্চর্য ঘটনার বিবরণ দাও
মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন - ঘটনাটি উল্লেখ করে বক্তার বক্তব্য আলোচনা কর
বিরাট আর্মাডা যখন ডুবল স্পেনের ফিলিপ কেঁদেছিল কেউ খুব, আর কেউ কাদেনি- প্রসঙ্গটি ব্যাখ্যা কর
জয় তোরনে ঠাসা মোহনীয় রোম বানাল কে?  মোহনীয় রোম বলা হয়েছে কেন? উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা কর
সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা/ কিংবা জয় তোরনে ঠাসা মোহনীয় রোম / বানালো কে? -  প্রভৃতি প্রশ্নের মধ্য দিয়ে কবির যে সমাজ ইতিহাস চেতনার পরিচয় ফুটে ওঠে তা আলোচনা কর

সহায়ক পাঠ:
কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালবাসার ঝর্ণা - গল্প অবলম্বনে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যে রাগ হচ্ছিল লেখক এর – গল্প অবলম্বনে জেলখানা ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ দাও
৩। তাকে বলা হত হাতি বেগার- হাতি বেগার কি। কী ভাবে তা বন্ধ হয়েছিল।
৪। তোমার হাত বাড়াও তাকে সাহায্য করো- গল্প অবলম্বনে উক্তির তাৎপর্য বিশ্লেষণ কর।
৫। সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে- এমন মন্তব্যের কারন আলচনা কর।
৬। চেং মান এর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে- চেংমান কে । তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল কেন।

শিল্প - সাহিত্যের ইতিহাস:
পট শব্দের অর্থ কি বাংলায় লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও।
বাংলার চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা কর।
বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা কর ।
বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা কর ।
বাংলা সিনেমায় মৃণাল সেনের অবদান আলোচনা কর।
বাংলা বিজ্ঞান চর্চায় বিধান চন্দ্র রায়ের অবদান আলোচনা কর
বাংলা বিজ্ঞান চর্চায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা কর ।
বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় পরিচয় দাও।

ভাষাতত্ত্ব:
উদাহরণসহ ধ্বনিমূল সহধ্বনি পার্থক্য বুঝিয়ে দাও
রূপমূল কাকে বলে প্রকার কি উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও
গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার আলোচনা কর
বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ গুলি আলোচনা করো
শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারা গুলি উল্লেখ করে তার পরিচয় দাও
শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা কর


রচনাঃ
১। বিজ্ঞান ও কুসংস্কার     
২। বাংলার ঋতু   
৩। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ       
৪। মান্না দে       
৫। জগদীশচন্দ্র বসু            
৬। একটি বর্ষণ মুখর দিন 
৭। নীরেন্দ্রনাথ চক্রবর্তী   
৮। এ পি জে আব্দুল কালাম
৯। শিষ্টাচার  ও খেলাধুলা