Showing posts with label CLASS10 POEM. Show all posts
Showing posts with label CLASS10 POEM. Show all posts

একাকারে - সুভাষ মুখোপাধ্যায়



একাকারে
সুভাষ মুখোপাধ্যায়

এসো, এই ঝরনার সামনে-
নতজানু হয়ে
আমাদের দুই হাত-এক-করা
অঞ্জলিতে
তোমার পানি আর আমার জল
জীবনের জন্যে 
একসঙ্গে একাকারে ভরে নি

দেখো, জপমালা হাতে
তোমার মা আর আমার আম্মা
জগতজোড়া সুখ
আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে 
একাসনে
একাকারে প্রার্থনা করছেন

শোনো
কোরানের সুরার সঙ্গে
উপনিষদের মন্ত্র,
সকালে প্রভাতফেরির সঙ্গে
ভোরের আজান
একাকারে মিলিয়ে যাচ্ছে।।

অস্ত্রের বিরুদ্ধে গান -জয় গোস্বামী



অস্ত্রের বিরুদ্ধে গান
জয় গোস্বামী                     

অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে
আমি এখন হাজার হাতে পায়ে
এগিয়ে আসি , উঠে দাড়াই
হাত নাড়িয়ে বুলেট তাড়াই
গানের বর্ম আজ রেছি গায়ে

গান তো জানি একটা দুটো
আঁকড়ে ধরে সে-খরকুটো
রক্ত মুছি শুধু গানের গায়ে
মাথায় কত শকুন বা চি
মার শুধু একটা কোকিল
গান-বাঁধবে সহস্র উপায়ে

অস্ত্র রাখো অস্ত্র ফ্যালো পায়ে
বর্ম খুলে দেখো আদুরে গায়
গান দাঁড়াল ঋষি বালক
মাথায় গোঁজা ময়ূর পালক
তোমায় নিয়ে বেড়াবে গান
নদীতে , দেশে গায়ে
অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে।।

তিন পাহাড়ের কোলে - শক্তি চট্টোপাধ্যায়


তিন পাহাড়ের কোলে
শক্তি চট্টোপাধ্যায়   
                         
অন্ধকারে তিনপাহাড়ে ট্রেনের থেকে নেমে,
হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে।
জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়,
এমন একটি বেশি আসলে সক্কলে পথ হারায়।

পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই,
ঝরনা, কাঁদর, টিলা পাথর বনভূমির কাছেই।
বনভূমির ওপারে কোন মনোভূমির দ,
ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়!

পুব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে,
শক্ত সবুজ ভেসেছে তিন পাহাড়ের কোলে ।
সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব?

তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলবর।