Showing posts with label CLASS 8. Show all posts
Showing posts with label CLASS 8. Show all posts

স্বাধীনতা - ল্যাংস্টন হিউজ


স্বাধীনতা
ল্যাংস্টন হিউজ

স্বাধীনতা কোনোদিনই আসবে না,
না,
আজ নয়
কোনোদিনই নয়
ভয় অথবা সমঝোতার মধ্যে,
তার কারন
আমাদেরও তো অন্য সকলের মতন
                        অধিকার রয়েছে,
দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার
দুকাঠা জমির মালিকানার,

শুনে শুনে কান পচে গেল,
‘সময়ে
সবই হবে, কাল একটা নতুন দিন’-


মৃত্যুর পরে তো আমার কোনো
স্বাধীনতার প্রয়োজন হবে না,
আগামীকালের রুটি
দিয়ে কি আজ বাঁচা যায়,
স্বাধীনতা একটা শক্তিশালী বীজপ্রবাহ,
বাঁচার জন্য,
একটা বড় প্রয়োজনের জন্য,
আমিও তো সেখানেই বাস করি,
তুমি যেখানে,

তাই
স্বাধীনতা আমার প্রয়োজন
তোমার যেমন।
















লোকটা জানলই না - সুভাষ মুখোপাধ্যায়



লোকটা জানলই না
সুভাষ মুখোপাধ্যায়

বাঁদিকের বুক- পকেটটা সামলাতে সামলাতে
হায় হায়
লোকটার ইহকাল পরকাল গেল।
অথচ
আর একটু নীচে
হাত দিলেই সে পেত
আলাদিনের আশ্চর্য প্রদীপ
তার হৃদয়।

লোকটা জানলই না।

তার কড়ি গাছে কড়ি হলো
লক্ষ্মী এলেন
রণ-পায়ে।
দেয়াল দিল পাহারা
ছোটোলোক হাওয়া
যেন না ঢুকতে পারে।
তারপর
একদিন গোগ্রাসে গিলতে গিলতে
দু আঙ্গুলের ফাঁক দিয়ে
কখন
খসে পড়ল তার জীবন-
লোকটা জানলই না।।






পাড়াগাঁর দু পহর ভালোবাসি - জীবনানন্দ দাশ


পাড়াগাঁর দু পহর ভালোবাসি
জীবনানন্দ দাশ

পাড়াগাঁর দু পহর ভালোবাসি রৌদ্র যেন গন্ধ লেগে আছে
স্বপনের; — কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর
আমার হৃদয়ে, আহা, কেউ তাহা জানে নাকো কেবল প্রান্তর
জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল; তাহাদের কাছে
যেন এ-জনমে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে
হৃদয় স্বপ্নে যে বেদনা আছে : শুষ্ক পাতা শালিখের স্বর,
ভাঙা মঠ নক্‌শাপেড়ে শাড়িখানা মেযেটির রৌদ্রের ভিতর
হলুদ পাতার মতো সরে যায়, জলসিড়িটির পাশে ঘাসে

শাখাগুলো নুয়ে আছে বহু দিন ছন্দহীন বুনো চালতার:
জলে তার মুখখানা দেখা যায় ডিঙিও ভাসিছে কার জলে,
মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসিবেনা আর,
ঝাঁঝরা ফোঁপরা, আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে;
পাড়াগাঁর দু পহর ভালোবাসি রৌদ্রে যেন ভিজে বেদনার
গন্ধ লেগে আছে, আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে।