সুভাষ মুখোপাধ্যায়
এসো, এই ঝরনার সামনে-
নতজানু হয়ে
আমাদের দুই হাত-এক-করা
অঞ্জলিতে
তোমার পানি আর আমার জল
জীবনের জন্যে
একসঙ্গে একাকারে ভ’রে নিই
দেখো, জপমালা হাতে
তোমার মা আর আমার আম্মা
জগতজোড়া সুখ
আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে
একাসনে
একাকারে প্রার্থনা করছেন।
শোনো
কোরানের সুরাহর সঙ্গে
উপনিষদের মন্ত্র,
সকালে প্রভাতফেরির সঙ্গে
ভোরের আজান
একাকারে মিলিয়ে যাচ্ছে।।
একাকারের প্রশ্ন উত্তর দাও ।
ReplyDeleteneed question answers
ReplyDeleteনিশ্চয়ই আসবে। কাজ চলছে। ফলো করতে থাকো পেজটা..
Delete#ebanglaschools
Ok
DeleteOk
ReplyDelete