একাকারে - সুভাষ মুখোপাধ্যায়



একাকারে
সুভাষ মুখোপাধ্যায়

এসো, এই ঝরনার সামনে-
নতজানু হয়ে
আমাদের দুই হাত-এক-করা
অঞ্জলিতে
তোমার পানি আর আমার জল
জীবনের জন্যে 
একসঙ্গে একাকারে ভরে নি

দেখো, জপমালা হাতে
তোমার মা আর আমার আম্মা
জগতজোড়া সুখ
আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে 
একাসনে
একাকারে প্রার্থনা করছেন

শোনো
কোরানের সুরার সঙ্গে
উপনিষদের মন্ত্র,
সকালে প্রভাতফেরির সঙ্গে
ভোরের আজান
একাকারে মিলিয়ে যাচ্ছে।।

5 comments:

  1. একাকারের প্রশ্ন উত্তর দাও ।

    ReplyDelete
  2. need question answers

    ReplyDelete
    Replies
    1. নিশ্চয়ই আসবে। কাজ চলছে। ফলো করতে থাকো পেজটা..
      #ebanglaschools

      Delete