আমি দেখি - শক্তি চট্টোপাধ্যায়


আমি দেখি

শক্তি চট্টোপাধ্যায়


গাছগুলো তুলে আনো, বাগানে বসাও
আমাদের দরকার শুধু গাছ দেখা
গাছ দেখে যাওয়া
গাছের সবুজ টুকু শরীরে দরকার
আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার

বহুদিন জঙ্গলে কাটেনি দিন
বহুদিন জঙ্গলে যায়নি
বহুদিন শহরেই আছি
শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে….

তাই বলি, গাছ তুলে আনো
বাগানে বসাও আমি দেখি
চোখ তো সবুজ চায়!
দেহ চায় সবুজ বাগান
গাছ আনো , বাগানে বসাও
আমি দেখি ।।

1 comments:

  1. গাছই জীবন, তাই গাছের সংরক্ষণ নিয়ে এই কবিতা ভীষণভাবে গুরুত্তপূর্ণ।

    ReplyDelete