ব্রেটল্ড ব্রেখট
কে বানিয়ে ছিল সাত দরজাওয়ালা
থিবস? বইয়ে লেখে রাজার নাম।
রাজারা কি পাথর ঘাড়ে করে
আনত?
আর বেবিলন এতবার গুঁড়ো হলো
, কে আবার গড়ে তুলল এতবার ?
সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল
তারা থাকতো কোন বাসায় ?
চীনের কাচের যখন শেষ হল সেই
সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?
জয়তোরনে ঠাসা মোহনীয় রোম।
বানালো কে ? কাদের জয় করল সিজার ?
এত যে শুনি বাইজেনটিয়াম , সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো ?
এমনকি উপকথার আটলান্টিস , যখন সমুদ্র তাকে খেল
ডুবতে ডুবতে সেই রাত্রে চিৎকার করে উঠেছিল ক্রীতদাসের জন্য ।
ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার।
একলাই না কি ?
গলদের নিপাত করেছিল সিজার
। নিদেন একটা রাধুনী তো ছিল ?
বিরাট আর্মাডা যখন ডুবল ,স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব ।
আর কেউ কাদেনি ?
সাত বছরের যুদ্ধ জিতে ছিল
দ্বিতীয় ফ্রেডারিক ।
কে জিতেছিল ?একলা সে?
পাতায় পাতায় জয়
জয়োৎসবের ভোজ বানাত কারা ?
দশ দশ বছরে এক
একজন মহামানব
খরচ মেটাতো কে?
কত সব খবর!
কত সব প্রশ্ন!
0 comments:
Post a Comment