নােঙর - অজিত দত্ত

নােঙর
অজিত দত্ত

পাড়ি দিতে দূর সিন্ধুপারে 
নােঙর গিয়েছে পড়ে তটের কিনারে।। 
সারারাত মিছে দাঁড় টানি, 
মিছে দাঁড় টানি। 
জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, 
এ-তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছােটে। 
তারপর ভাঁটার শােষণ 
স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। 
জোয়ার-ভাটায় বাঁধা এ-তটের কাছে 
আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে। 

যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাধি পাল,
নােঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।
নিস্তব্দ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে, 
স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। 
যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা
ততই বিরামহীন এই দাঁড় টানা।

তরী ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধুপারে, 
নােঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। 
সারারাত তবু দাঁড় টানি, 
তবু দাঁড় টানি।।

0 comments:

Post a Comment