শিক্ষার সার্কাস- আইয়াপ্পা পানিকর

শিক্ষার সার্কাস
আইয়াপ্পা পানিক্কর


তুমি যদি প্রথম শ্রেণিতে পাস করাে?
আমি দ্বিতীয় শ্রেণিতে যেতে পারি। 
তুমি যদি দ্বিতীয় শ্রেণিতে পাস করাে?
যদি আমি দ্বিতীয় শ্রেণি পাস করি,
বেশ, আমি সােজা তৃতীয় শ্রেণিতে যেতে পারি। 
তুমি যদি তৃতীয় শ্রেণিও পাস করাে?


বেশ, আমি তৃতীয় শ্রেণি পাস করি, বেশ তাহলে, 
এক, দুই, তিন..... চার ! 
তাহলে আমি চতুর্থ শ্রেণিতে বসতে পারি।

তুমি যদি এই সবগুলাে শ্রেণি পাস করাে?
যদি সব শ্রেণি শেষ হয়ে যায়, 
আমি তবু পরের শ্রেণিতে যাব।


সব শিক্ষা একটি সার্কাস 
যার সাহায্যে আমরা পরের শ্রেণিতে উত্তীর্ণ হই। 
জ্ঞান কোথায় গেল? 

সে যেখানে গেছে, সেটা ধোঁকা!

3 comments: