তিন পাহাড়ের কোলে - শক্তি চট্টোপাধ্যায়


তিন পাহাড়ের কোলে
শক্তি চট্টোপাধ্যায়   
                         
অন্ধকারে তিনপাহাড়ে ট্রেনের থেকে নেমে,
হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে।
জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়,
এমন একটি বেশি আসলে সক্কলে পথ হারায়।

পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই,
ঝরনা, কাঁদর, টিলা পাথর বনভূমির কাছেই।
বনভূমির ওপারে কোন মনোভূমির দ,
ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়!

পুব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে,
শক্ত সবুজ ভেসেছে তিন পাহাড়ের কোলে ।
সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব?

তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলবর।











1 comments: