ক্রন্দনরতা জননীর পাশে - মৃদুল দাশগুপ্ত


ক্রন্দনরতা জননীর পাশে
মৃদুল দাশগুপ্ত

ক্রন্দনরতা জননীর পাশে
এখন যদি না থাকি
তবে কেন এ লেখা, কেন গান গাওয়া
কেন তবে আকাআকি ?


নিহত ভাইদের সব দেহ দেখে
না -ই  যদি হয় ক্রোধ
কেন ভালোবাসা, কেন বা সমাজ
কীসের মূল্যবোধ !


যে-মেয়ে নিখোঁজ, ছিন্নভিন্ন
জঙ্গলে তাকে পেয়ে
আমি কি তাকাব আকাশের দিকে
বিধির বিচার চেয়ে ?


আমি তা পাই না যা পারি কেবল
সে-ই কবিতায় জাগে
আমার বিবেক ,আমার বারুদ
বিস্ফোরণের আগে

0 comments:

Post a Comment