Showing posts with label HS বাংলা প্রশ্নপত্র. Show all posts
Showing posts with label HS বাংলা প্রশ্নপত্র. Show all posts

উচ্চ মাধ্যমিক ২০২০ - বাংলা প্রশ্ন পত্র ৩ - Mock test



ebanglaschools
Mock test 3
Higher Secondary
Full Marks - 30    Time: 1 Hour
[ হাতের লেখা পরিস্কার বাঞ্ছনীয়। বানান ভূল হলে নম্বর কাটা যাবে ]

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও।    ৫ x ১
ক। ‘সেই ডেকে আনলে’ – কে কাকে কোথা থেকে ডেকে আনলে
খ। ‘রাতে ঘুম হয়না’ কার কেন ঘুম হয়না?
গ। “এ জগত স্বপ্ন নয়” কেন?
ঘ। ‘সবুজের অনটন ঘটে’ – অনটন ঘটার কারণ কি?
ঙ।  নানা রঙের দিন কোন নাট্যকারের , কোন নাটকের অনুবাদ?

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (২টি)   ২ x ৫
ক। ‘রূপনারানের কুলে জেগে উঠিলাম’-কবি রূপনারান বলতে কী বুঝিয়েছেন?এই কূলে তার জেগে ওঠার তাৎপর্য কি?
খ। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল -  কে কেন নদীতে নামল? নামার পর কী হল?
গ। চোখ ঠিকরে বেড়িয়ে আসে তার’ – কার কেন চোখ ঠিকরে বেড়িয়ে আসে? তাৎপর্য ব্যাখ্যা করো।

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও।  ১ x ৫
ক। সব কাজেই দাফার ডাক পড়ে’ – দাফার পরিচয় দাও। তার জীবনের করুন পরিণতির বর্ণনা দাও।
 
৪।
 নীচের প্রশ্নগুলির উত্তর দাও।  ৫ x ২
ক।
ভাঙা গান কী? রবীন্দ্রনাথের ভাঙা গানের পরিচয় দাও।
খ।
যামিনী রায়ের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো।
***
This Questions PDF