নুন - জয় গােস্বামী

নুন
জয় গােস্বামী

আমরা তাে অল্পে খুশি; কী হবে দুঃখ করে?
আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে।


চলে যায় দিন আমাদের অসুখে ধারদেনাতে
রাত্তিরে দু-ভাই মিলে টান দিই গঞ্জিকাতে 


সব দিন হয় না বাজার; হলে, হয় মাত্রাছাড়া 
বাড়িতে ফেরার পথে কিনে আনি গােলাপচারা


কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? 
সে অনেক পরের কথা। টান দিই গঞ্জিকাতে।


আমরা তাে এতেই খুশি; বলাে আর অধিক কে চায়? 
হেসে খেলে, কষ্ট করে, আমাদের দিন চলে যায় 


মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুররাতে 
খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে 


রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি 
বাপব্যাটা দু-ভাই মিলে সারাপাড়া মাথায় করি


করি তাে কার তাতে কী? আমরা তাে সামান্য লােক 
আমাদের শুকনাে ভাতে লবণের ব্যবস্থা হােক।

0 comments:

Post a Comment