লালন ফকির
আমি একদিনও না দেখিলাম তারে
আমার বাড়ির কাছে আরশিনগর
ও এক পড়শি বসত করে।
গ্রাম বেড়িয়ে অগাধ পানি
ও তার নাই কিনারা নাই তরণী পারে –
আমি বাঙ্ করি দেখব তারি
আমি কেমনে সে গাঁয় যাই রে।।
বলব কি সেই পড়শির কথা
ও তার হস্ত-পদ-স্কন্ধ-মাথা নাই রে।
ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর।
আবার ক্ষণেক ভাসে নীরে।
পড়শি যদি আমায় ছুঁত
আমার যম-যাতনা যেত দূরে।
আবার সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যােজন ফাঁক রে।
"আমার যম- যাতনা যেত দূরে"- ' যম যাতনা' কি? বক্তার 'যম যাতনা' কিভাবে দূরে যাবে?
ReplyDeleteসোজা ভাবে ভাবো, যম মৃত্যুর সাথে সম্পর্কিত এবং যাতনা অর্থাৎ দুঃখ কষ্ট ক্লেশ যা আমাদের কষ্ট দেয়। সুতরাং কবি বলছেন ঈশ্বর যদি আমায় ছুঁত তাহলে আমার রোগ ভোগ, কষ্ট ক্লেশ, মৃত্যু যন্ত্রণা আর আসবে না। আমি দুঃখ কষ্ট ভুলে তাকে পাওয়ার আনন্দেই মেতে থাকব।
Deleteপড়শি যদি আমায় ছুঁত তবেই যম যাতনা থেকে মুক্তি লাভ হত। পড়শিকে? ঈশ্বর। যা আমার মধ্যেই বাস করে। কিন্তু ঈশ্বর লাভ বা তাকে দর্শন সহজ কথা নয়। যদি কঠোর সাধনার মধ্য দিয়ে তাকে লাভ করা যায় তবেই আনন্দরাগ আমার মধ্যে জেগে উঠবে। পবিত্রতা আসবে। তখনই যম যাতনা দূরে যাবে।
আশাকরি বোঝাতে পারলাম। এবার নিজের মত করে লিখে ফেলতে পারবে অবশ্যই।
ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা।
#ebanglaschools