উপসর্গ

 


উপসর্গ

উপসর্গ কাকে বলে?

যে সকল ধ্বনিগুচ্ছ বা অব্যয় বাক্যে একা বসতে পারে না, কোনো শব্দের আগে বসে উচ্চারিত হয় সেই সকল ধবনিগুচ্ছ বা অব্যয়কে উপসর্গ বলে।

উপসর্গ সাধারণত তিন প্রকার-

১. সংস্কৃত উপসর্গ।  

২. বাংলা উপসর্গ।  

৩. বিদেশি উপসর্গ।



সংস্কৃত উপসর্গ

প্র

প্রমান , প্রগতি

পরা

পরাগত , পরাজয়

সম্

সম্মুখ , সম্মেলন

অনু

অনুমান , অনুচর

অব

অবরোধ , অবগাহন

নির্

নির্বাহ , নির্ণয়

দুর্

দুর্নীতি , দুঃসহ

অভি

অভিনয় , অভিকর্ষ

অধি

অধিবেশন , অধিপতি

সু

সুলভ , সুগঠিত

উদ্

উদিত , উদ্বৃত্ত

অতি

অতিক্রম , অতিরঞ্জন

নি

নিধান , নিগুঢ়

প্রতি

প্রতিপক্ষ , প্রতিবন্ধ

পরি

পরিক্রমা , পরিবেষণ

অপি

অপিনিহিতি

উপ

উপস্থিত , উপহার

আক্ষেপ , আগামী

বাংলা উপসর্গ

অকাজ , অজানা

অনা

অনামুখো , অনাবৃষ্টি

আকাল , আলুনি

কু

কুকাজ , কুকথা

নি

নিঝুম , নিখরচা

পাতি

পাতিলেবু , পাতিহাঁস

সঠিক , সজরে

হা

হাভাতে , হাপিত্যেস

আট

আটচালা , আটপৌঢ়ে

আড়

আড়চোখ , আড়কাঠি

ছিচ

ছিঁচকাঁদুনে 

পাশ

পাশবালিশ , পাশদুয়ার

মগ

মগডাল

নিত

নিতবর

রাম

রামছাগল , রামধোলাই

বিদেশি উপসর্গ

গর

গরহাজির , গরমিল

না

নাবালক , নাহোক

নিম

নিমরাজি , নিমগোছ

ফি

ফি বছর , ফি হপ্তা

বদ

বদলোক , বদমেজাজি

হর

হরতাল , হরতোন

হেড

হেডপণ্ডিত , হেডঅফিস

ডবল

ডবল পরোটা , ডবল মাসুল

হাফ

হাফহাতা , হাফশার্ট

দর

দরপত্তনি , দরদালান




0 comments:

Post a Comment