বলাকা

বলাকা

রবীন্দ্রনাথ ঠাকুর


বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ। গ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন উইলিয়াম পিয়রসনকে। ১৯১৫-১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।


কবিতাকাব্যগ্রন্থ
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রিবলাকা
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতেবলাকা
ভাবনা নিয়ে মরিস কেন খেপেবলাকা
তোমারে কি বারবার করেছিনু অপমানবলাকা
যে-কথা বলিতে চাইবলাকা
এইক্ষণেবলাকা
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারেবলাকা
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণীবলাকা
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীনবলাকা
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকাবলাকা
আজ প্রভাতের আকাশটি এইবলাকা
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলেবলাকা
জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাওবলাকা
আজ এই দিনের শেষেবলাকা
নিত্য তোমার পায়ের কাছেবলাকা
এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গোবলাকা
যেদিন তুমি আপনি ছিলে একাবলাকা
পাখিরে দিয়েছ গান, গায় সেই গানবলাকা
আমার কাছে রাজা আমার রইল অজানাবলাকা
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায়বলাকা
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহলবলাকা
স্বর্গ কোথায় জানিস কি তা ভাইবলাকা
কোন্‌ ক্ষণেবলাকা
যখন আমায় হাতে ধরেবলাকা
ওরে তোদের ত্বর সহে না আর?বলাকা
আনন্দ-গান উঠুক তবে বাজিবলাকা
আমি যে বেসেছি ভালো এই জগতেরেবলাকা
যতক্ষণ স্থির হয়ে থাকিবলাকা
হে ভুবনবলাকা
বিশ্বের বিপুল বস্তুরাশিবলাকা
মোর গান এরা সব শৈবালের দলবলাকা
কত লক্ষ বরষের তপস্যার ফলেবলাকা
পউষের পাতা-ঝরা তপোবনেবলাকা
তুমি দেবে, তুমি মোরে দেবেবলাকা
হে মোর সুন্দরবলাকা
হে প্রিয়, আজি এ প্রাতেবলাকা
কে তোমারে দিল প্রাণবলাকা
হে বিরাট নদীবলাকা
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহানবলাকা
তুমি কি কেবল ছবি শুধু পটে লিখাবলাকা
মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালেবলাকা
তোমার শঙ্খ ধুলায় প'ড়েবলাকা
আমরা চলি সমুখপানেবলাকা
এবার যে ওই এল সর্বনেশে গোবলাকা
ওরে নবীন, ওরে আমার কাঁচাবলাকা
উৎসর্গবলাকা

0 comments:

Post a Comment