সমাস
সংজ্ঞাঃ শব্দকে
সুন্দর করে বলবার জন্য পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক শব্দকে একপদে পরিনত
করার রীতি সমাস।
সমাস মূলত ৮ প্রকার-
সমাস মূলত ৮ প্রকার-
- দ্বন্দ্ব সমাস
 - দ্বিগু সমাস
 - তৎপুরুষ সমাস
 - বহুব্রীহি সমাস
 - কর্মধারায় সমাস
 - অলোপ সমাস
 - নিত্য সমাস
 - বাক্যাশ্রয়ী সমাস
 
দ্বন্দ্ব
সমাস - যে সমাসে দুই বা ততোধিক অর্থ সম্বন্ধযুক্ত সমস্যমান পদ
সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে সমস্তপদে পরিনত হয় এবং সমস্তপদে সমস্যমান প্রতিটি
পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। 
যেমন-
দ্বিগু সমাস - যে তৎপুরুষ জাতীয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণের
সঙ্গে বিশেষ্য জাতীয় উত্তরপদের সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমস্ত পদটি
বিশেষ্য হয়। 
যেমন-
নিত্য সমাস - যে সমাসে সমস্যমান পদ গুলি নিত্য বা সবসময় এক রকম থাকে তাকে নিত্য সমাস বলে। 
যেমন-
আসে ও যায় - আসে যায়
রবি ও শশী - রবিশশী
যেমন-
চার মাথার সমাহার - চৌমাথা
সে ( তিন) তারের সমাহার - সেতার
তৎপুরুষ সমাস - যে সমাসে পূর্বপদের কর্ম - করণ - অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন কিংবা অনুসর্গের লোপ হয় , এবং পরপদের প্রধানরূপে প্রতীয়মান হয় , তাকে তৎপুরুষ সমাস বলে। 
যেমন-
রথকে দেখা - রথ দেখা
দেবকে আশ্রিত - দেবাশ্রিত
.শ্রী দ্বারা যুক্ত - শ্রীযুক্ত
বিয়ের জন্য পাগলা - বিয়ে পাগলা
স্নাতক হতে উত্তর - স্নাতকোত্তর
মৌ এর চাক - মৌচাক
পথে চলা - পথ চলা
নয় সভ্য - অসভ্য
পঙ্কে জন্মে যা - পঙ্কজ
চিরকাল ব্যাপী সুখী - চিরসুখী
দৃঢ় ভাবে বদ্ধ - দৃঢ়বদ্ধ
প্রকৃষ্ট রূপে ভাত - প্রভাত
বহুব্রীহি সমাস -  যে সমাসে সমস্যমান পদ গুলির মধ্যে কোনো পদেরই অর্থ বিশেষ ভাবে প্রাধান্য পায় না অথচ উভয়পদ সম্মিলিত ভাবে তৃতীয় কোনো বস্তুকে প্রকাশ করে, তাকে বহুব্রীহি সমাস বলে। 
যেমন-
পানিতে জন্মেছে যে ফল - পানিফল
কানে কানে যে কথা - কানাকানি
স্ত্রীর সঙ্গে বর্তমান - সস্ত্রীক 
নাই পদার্থ যার - অপদার্থ 
এক চোখ যার - একচোখা
দশ আনন যার - দশানন
কর্মধারয় সমাস -   বিশেষণ ও বিশেষণ পদে কিংবা বিশেষ ও বিশেষণ পদে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলা হয়। 
যেমন-
যিনি দেব তিনই ঋষি - দেবর্ষি
প্রানী বিষয়ক বিদ্যা - প্রানীবিদ্যা
বাবু ফুলের মত - ফুলবাবু
কাজলের মত কালো - কাজলকালো
অলোপ সমাস - যে সমাসে সমস্তপদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে ।
যেমন-
হাটে ও ঘাটে - হাটে ঘাটে
তেলে ও বেগুনে - তেলে বেগুনে
যেমন-
অন্য মত - মতান্তর
অন্য পাঠ - পাঠান্তর
অন্য দেশ - দেশান্তর
যেমন- 
বসে আঁকো প্রতিযোগিতা
অনুশীলনী
- খে-চর
 - গড়ের মাঠ
 - হতভাগা
 - আসমুদ্র
 - হাতছানি
 - কালবৈশাখী
 - হাতাহাতি
 - বিমাতা
 - নিমরাজি
 - আধময়লা
 - জলে চড়ে যে
 - পেশ করে যে
 - রাজ্য পালন করেন যিনি
 - অমৃতের ন্যায় মধুর
 - ধ্বনির সদৃশ
 - হাতে কলমে
 - তেপান্তর
 - লোক লজ্জা
 - পাতে পড়া
 - ঘানির তেল
 - দু- পন
 - অচিন্ত্য
 - অনর্থক
 - সোজাসুজি
 - বইটই
 - গানবাজনা
 - অনুতাপ
 - সত্যবাদী
 - পারিজাত
 - চা -গরম
 
মৌচাক এবং ডাকঘর এর সমাস এবং ব্যাসবাক্য কি?
ReplyDeleteমৌমাছির চাক ( তৎপুরুষ সমাস )
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteহাতছানি
Deleteরাজকবি
ReplyDelete