মাধ্যমিক ২০২০ - প্রশ্নপত্র ১

ebanglaschools
Mock test 1
Madhyamik
Full Marks - 25    Time: 50 munites
[ হাতের লেখা পরিস্কার বাঞ্ছনীয়। বানান ভূল হলে নম্বর কাটা যাবে ]

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও।    ৫ x ১
ক। তপন তার গল্পটা প্রথম কাকে শুনিয়েছিল ?
খ। ফাউন্টেন পেন আবিস্কার করেন কে ?
গ। বিরাগীর ঝোলার ভেতর কি ছিল?
ঘ। কিরীটী যার নাম'- কিরীটী কে? 
ঙ। অমৃতর মায়ের নাম কি ছিল? 

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (২টি)   ২ x ৫
ক। "আমরা শুধু একটা কোকিল" - উক্তিটির মধ্য দিয়ে কবি কোন সত্যে উপনীত হতে চেয়েছেন?
খ। "ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখির ঝড়"- মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।
গ। "হারিয়ে যাওয়া কালি ও কলমের" নামকরনের সার্থকতা আলোচনা করো।

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও।  ১ x ৫
ক। প্রাতভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র লেখো।

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও।  ৫ x ১


  • হারান বাস রাস্তায় বসে ছিল। (সমাস নির্ণয়)
  • কমল মধ্যবিত্ত পরিবারের ছেলে । (সমাস নির্ণয়)
  • আনন্দে সে পাগল হয়ে গেছে । (কারক ও বিভক্তি) 
  • ইহাতে সে খুশি হইল। ( প্রশ্ন বোধক বাক্য )
  • এ জমি লইব কিনে । ( কর্ম বাচ্য )
***

This question in PDF format
Madhyamik - Mock test 1

বি.দ্র- অসদ উপায় অবলম্বন না করে যথাযথ ভাবে উত্তর পত্র তৈরী করে গৃহশিক্ষক কে দেখিয়ে তোমার বর্তমান স্থান সম্পর্কে সচেতন হও। 

0 comments:

Post a Comment