অলংকার
সংজ্ঞাঃ সাহিত্য স্রষ্টাদের রচনাকৌশল কাব্যের শব্দ ধ্বনি কে শ্রুতি মধুর ও অর্থ ধ্বনিকে হৃদয়গ্রাহী করে তোলে তাকে অলংকার বলে ৷
কাব্য বহিরঙ্গে শব্দময়ী
ও অন্তরঙ্গে অর্থময়ী তাই অলংকার দুই প্রকার
-
শব্দালঙ্কার ও অর্থালঙ্কার
শব্দালংকার - শব্দের বহিরঙ্গ ধ্বনির আশ্রয় যে
কাব্যসৌন্দর্য সৃষ্টি হয় তাকে শব্দালংকার বলে ৷
অর্থালংকার -
শব্দের অন্তরঙ্গ অর্থের আশ্রয় যে কাব্যসৌন্দর্য সৃষ্টি হয় তাকে অর্থালংকার বলে ৷
শব্দালংকার তিন প্রকার -
- অনুপ্রাস
- যমক
- শ্লেষ
বাংলা ভাষায় ছন্দ বিজ্ঞান post করলে ভালো হয় ।
ReplyDeleteLike to read bangali version
Deleteধন্যবাদ
ReplyDeleteভালো লাগলো। সুন্দর করে বোঝা গেল। ধন্যবাদ
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ ।
DeleteReguards from
#ebanglaschools
Khub bhalo.. thank you so much
ReplyDeleteঅনেক অনেক ভালোবাসা।
Deleteধন্যবাদ 😍
ReplyDeleteঅনেক অনেক ভালোবাসা
Deleteধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteএত সুন্দর ধারাবাহিকভাবে লিখিত যা পাঠক বা পাঠিকার কাছে মনযোগ আকর্ষণ করবে।
ReplyDeleteধন্যবাদ। অনেক ভালোবাসা।
Delete