ব‌ই-ট‌ই - প্রেমেন্দ্র মিত্র



ব‌ই-ট‌ই
প্রেমেন্দ্র মিত্র


ব‌ই তো পড়ো, ট‌ই পড়ো কি?
তাই তো কাটি ছড়া।
ব‌ই পড়া সব মিছে-ই যদি
না হল ট‌ই পড়া।

ট‌ই পড়া যায় পড়তে কোথায়?
বলছি তবে শোনো।
ব‌ই-এর মাঝে লুকিয়ে থাকে
ট‌ই সে কোনও কোনও।

আর পাবে ট‌ই সকালবেলা
ব‌ই থেকে মুখ তুলে
হঠাৎ যদি বাইরে চেয়ে
মনটা ওঠে দুলে।

ট‌ই থাকে সব রোদ- মাখানো
গাছের ডালে পাতায়,
ট‌ই থাকে সেই আকাশ- ছোঁয়া
খোলা মাঠের খাতায়।

ট‌ই চমকায় বিজলি হয়ে
আঁধার- করা মেঘে,
খ‌ই হয়ে ট‌ই ফোটে দিঘির
জলে বৃষ্টি লেগে।

ট‌ই কাঁপে সব ছোট্ট পাখির
রংবেরঙের পাখায়
খোকা- খুকুর মুখে আবার
মিষ্টি হাসি মাখায়।

ব‌ই পড়ো খুব, যত পার,
সঙ্গে পড়ো ট‌ই।
ট‌ই ন‌ইলে থাকত কোথায়
এতরকম ব‌ই।।


0 comments:

Post a Comment