বৈষ্ণব পদাবলীর বিশেষত "পাঠ্য" ও উল্লেখযোগ্য কিছু পদ এখানে দেওয়া হল।
আলো মুঞি কেন গেলু কালিন্দীর কূলে
( জ্ঞানদাস )
আলো মুঞি
কেন গেলু কালিন্দীর কূলে। 
চিত হরি
কালিয়া নাগর নিল চলে
রূপের
পাথারে আঁখি ডুবি সে রহিল। 
যৌবনের বনে
মন হারাইয়া গেল 
ঘরে যাইতে
পথ মোর হৈল অফুরান। 
অন্তরে
বিদরে হিরা ফুকরে পরান ! 
চন্দন
চাঁদের মাঝে মৃগমদ-ধাঁধা। 
তার মাঝে
হিয়ার পুতলী রৈল বাঁধা 
কটি পীতবসন
রশন তাহে জড়া। 
বিধি নিরমিল
কুলকলঙ্কের কোঁড়া
জাতি কুল
শীল সব হেন বুঝি গেল। 
ভুবন ভরিয়া
মোর কলঙ্ক রহিল – 
কুলবর্তী
সতী হৈয়া দুকুলে দিলু দুখ।
জ্ঞানদাস
কহে দড় করি বাঁধ বুক।

❤️ ❤️ ❤️
ReplyDelete